• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রেনের বগিতে সন্তান জন্ম


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২, ২০২১, ০৭:৩০ পিএম
ট্রেনের বগিতে সন্তান জন্ম

সংগৃহীত ছবি

ঢাকা: ট্রেনের মধ্যেই এক যাত্রীর সন্তান প্রসব করালেন রেলের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তাদের সহায়তায় ভারতের অবধ-অসম এক্সপ্রেসের ভিতরে বুধবার (১ ডিসেম্বর) গভীর রাতে রিনা কুমারী নামে এক যাত্রী তার সন্তান প্রসব করেন। 

আনন্দবাজারের এক প্রতিবেদন জানানো হয়েছে, রিনা তার এক আত্মীয়ের সঙ্গে তিনসুকিয়া থেকে মুজফ্‌ফরপুরে যাচ্ছিলেন। মাঝপথেই তার প্রসব বেদনা ওঠে। ট্রেনে থাকা টিটিই-র মাধ্যমে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে খবর যায়। তার পরেই রেলের তরফে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের একটি দল পৌঁছয় ওই ট্রেনে। তাদের সাহায্যেই অস্ত্রোপচারহীন প্রসব করেন রিনা। তার প্রসবের জন্য ট্রেনটি ঘণ্টাখানেক নিউ বঙ্গাইগাঁও স্টেশনে দাঁড়িয়েছিল। মা ও সন্তান দু’জনেই শারীরিক ভাবে সুস্থ ছিলেন বলে রিনারা ওই ট্রেনেই মুজফ্‌ফরপুরের উদ্দেশে রওনা দেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!