• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলকাতা পুলিশের করোনা সতর্কতায় মুমিনুলের ভাইরাল ছবি


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৪, ২০২২, ০৬:৩৩ পিএম
কলকাতা পুলিশের করোনা সতর্কতায় মুমিনুলের ভাইরাল ছবি

ঢাকা: সারা বিশ্বের মতো করোনা সংক্রমণ বেড়েই চলেছে ভারতের পশ্চিমবঙ্গে। এমন অবস্থায় কলকাতা পুলিশের তরফে বার বার মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। রাস্তায় নেমে তারা যেমন প্রচার করছেন, তেমনই চলছে নেটমাধ্যমেও। এ বার সেই কাজে ব্যবহার করা হল ক্রিকেটকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সিরিজে একটি ছবি নজর কেড়েছিল। ছ’ফুট আট ইঞ্চির হতাশ কাইল জেমিসনের সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছেন পাঁচ ফুট তিন ইঞ্চির মুমিনুল।

এবার কলকাতা পুলিশ সেই ছবি ব্যবহার করে জেমিসনকে ‘করোনার তৃতীয় ঢেউ’ বলে লিখেছে। অন্য দিকে মুমিনুলকে লেখা ‘মাস্ক ছাড়া রাস্তায় যারা’।

বড়দিন এবং নতুন বছরে পার্ক স্ট্রিটে প্রচণ্ড ভাবে তৎপর দেখা গিয়েছিল পুলিশকে। মাস্ক ছাড়া রাস্তায় বার হলে তাদের মাস্ক পরিয়ে দিচ্ছিল পুলিশ। এই করোনার সময় মাস্ক ছাড়া যাদের রাস্তায় দেখা যাচ্ছে, তাদের মুমিনুলের মতো সাহসী বলেই মনে করছে কলকাতা পুলিশ। সাধারণ মানুষ কি সচেতন হবে?

সূত্র-আনন্দবাজার

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!