• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালদ্বীপে ২৪ ঘন্টায় শনাক্ত ২১৯৯, মৃত্য ৪


মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ জানুয়ারি ২১, ২০২২, ০১:৪৬ এএম
মালদ্বীপে ২৪ ঘন্টায় শনাক্ত ২১৯৯, মৃত্য ৪

ঢাকা : গত ২৪ ঘন্টায় মালদ্বীপে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ২১৯৯ জন,এই নিয়ে মালদ্বীপে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ১১০৯৩২ জনে।

বৃহস্পতিবার ( ২০ জানুয়ারী) মালদ্বীপের  স্বাস্থ্য  সুরক্ষা সংস্থা (HPA), এইচপিএ তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

এইচপিএ রিপোর্ট  অনুযায়ী, ২ হাজার ১৯৯ জনের মধ্যে;  বৃহত্তর রাজধানী  অঞ্চলে শনাক্ত ১ হাজার ৩৪৮ জন। রাজধানী  মালে'র বাইরে আবাসিক দ্বীপ থেকে ৫৩১ জন। রিসোর্ট থেকে। ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে ।

গত ২৪ ঘন্টার মধ্যে  করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ২৩২ , এই নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে  ১০০১১২ জন।

মালদ্বীপের  এখন করোনায় আক্রান্ত রোগীর আছে ১০ হাজার ৫৩৭ জন।  হাসপাতালে ভর্তি ৪৩ জন রোগী রয়েছে।

 গত ২৪ ঘন্টায় মালদ্বীপের বৃহত্তর রাজধানী  অঞ্চল থেকে  নমুনা সংগ্রহ করেছে ৩ হাজার ৯১০ টি,  সহ গত ২৪  ঘন্টায়  মোট ৬ হাজার ৫৯৮ টি করোনা টেস্ট করতে নমুনা  পরীক্ষা করা হয়েছে।  বৃহত্তর রাজধানী অঞ্চলের  শনাক্তের   হার ৩৪ শতাংশ।

মালদ্বীপে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্য বরণ করেছেন ৪ জন,এই নিয়ে এখন পর্যন্ত ২৬৯ জনের  মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!