• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউরোপ যাওয়ার পথে ঠান্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৫, ২০২২, ০৭:০১ পিএম
ইউরোপ যাওয়ার পথে ঠান্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু

ঢাকা: লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে শরীরের তাপমাত্রা কমে ভূমধ্যসাগরে নৌকায় ৭ বাংলাদেশি মারা গেছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আনসা জানিয়েছে, দুই থেকে তিন দিন আগে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি ইতালি উপকূলের দিকে রওনা দেয়। এটি ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছিল। 

শরীরের তাপমাত্রা হ্রাস পেয়ে যাত্রাপথেই তিন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। সোমবার রাতে নৌকাটিকে ল্যাম্পেদুসার দক্ষিণে ২৪ নটিক্যাল মাইল দূরে কোস্টগার্ড আটক করে। ল্যাম্পেদুসা বন্দরে ঢোকার আগে শরীরের তাপমাত্রা হ্রাস পেয়ে আরও চার জনের মৃত্যু হয়। মারা যাওয়া সাত জনই বাংলাদেশের নাগরিক।

ল্যাম্পেদুসার মেয়র সালভাতর মার্তিল্লো জানিয়েছেন, নৌকাটিতে তারা আরও ২৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এরা সবাই বাংলাদেশ ও মিশরের নাগরিক।

সোনালীনিউজ/এআর 

Wordbridge School
Link copied!