• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বজুড়ে মৃত্যু ছাড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৬, ২০২২, ০৯:১৫ এএম
বিশ্বজুড়ে মৃত্যু ছাড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার

ফাইল ছবি

ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বব্যাপী আরও ৩২ লাখ ১৭ হাজার ৭৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ৯ হাজার ৪০২ জন।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫৫৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৪৬৭ জন। যুক্তরাষ্ট্র আক্রান্ত ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন এবং মৃত্যু ২ হাজার ৩৮৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ৮০৯ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেন। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!