• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করুণ সুরে জেলেনস্কি বললেন, ‘বাস্তবতার মুখোমুখি হতে হবে’


আন্তর্জাতিক ডেস্ক মে ২৭, ২০২২, ০৫:৪৫ পিএম
করুণ সুরে জেলেনস্কি বললেন, ‘বাস্তবতার মুখোমুখি হতে হবে’

ঢাকা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলাটা হয়ত অনেকেই পছন্দ করবে না। কিন্তু ইউক্রেনকে বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে পুতিনের সঙ্গেই সরাসরি কথা বলতে হবে। 

এ ব্যাপারে ইন্দোনেশিয়ার একটি থিংক ট্যাংকের সঙ্গে জেলেনস্কি বলেন, রাশিয়ার নেতার সঙ্গে কথা বলতে হবে। আমি আপনাকে বলছি না যে আমাদের দেশের জনগণ তার (পুতিন) সঙ্গে কথা বলতে মুখিয়ে আছে। কিন্তু আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে যেখানে এখন আমরা আছি। 

তিনি আরও বলেন, আমরা এ বৈঠক থেকে কি চাই...আমরা আমাদের জীবনগুলো ফিরে পেতে চাই। আমরা পুনরায় আমাদের একটি সার্বভৌম দেশের জীবন ফিরে পেতে চাই আমাদের নিজেদের দেশে।
তবে জেলেনস্কি দাবি করেন, তার মনে হচ্ছে রাশিয়া সত্যিকারের আলোচনার জন্য প্রস্তুত নয়। 

এদিকে জেলেনস্কি যুদ্ধের শুরু থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলার জন্য অনুরোধ করে যাচ্ছেন। 

তবে পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তখনই আলোচনা করবেন যখন কোনো বিষয় নিয়ে চুক্তি হবে।  সূত্র: আল জাজিরা

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!