• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বজুড়ে একদিনের ব্যবধানে শনাক্ত কমেছে দেড় লাখ


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৭, ২০২২, ০৯:২৭ এএম
বিশ্বজুড়ে একদিনের ব্যবধানে শনাক্ত কমেছে দেড় লাখ

ফাইল ছবি

ঢাকা : বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২ লাখ ৮৩ হাজার ৭১৬ জন আক্রান্ত হয়েছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে দেড় লাখের বেশি। এ ছাড়া করোনায় নতুন করে আরও ৪৯১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় তিন শতাধিক কম।

সোমবার (২৭ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল (২৬ জুন) ৮২৬ জনের মৃত্যু এবং ৪ লাখ ৪২ হাজার ৩৮৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৩৯৩ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৫০ হাজার ৭৬৫ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৮ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছে ইতালিতে। মৃত্যুর তালিকায় শীর্ষে তাইওয়ান। দেশটিতে মারা গেছেন ১৩৪ জন। যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৪০ জন এবং মারা গেছেন ৯ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!