• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেই বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ব্যাপারে যা বলল রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১০, ২০২২, ১০:২৭ এএম
সেই বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ব্যাপারে যা বলল রাশিয়া

ঢাকা : রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় মঙ্গলবার রাশিয়ার বিমান ঘাঁটির কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷

সেখানে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, একাধিকবার বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।

ক্রিমিয়ার নোভোফেদরোভিকা নামক একটি স্থানে অবস্থিত রাশিয়ার এ বিমান ঘাঁটি।।

বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে বিমান ঘাঁটি কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

ধারণা করা হচ্ছে ইউক্রেনের সেনারা হয়ত দূরপাল্লার রকেট ব্যবহার করে হামলা চালিয়েছেন।

তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে রাশিয়া৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বিমান ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদামে বিস্ফোরণ হয়েছে৷ এ ঘটনায় একজন মারা গেছেন।

গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে,  ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা এ হামলা চালিয়েছে৷ তবে তাদের দাবির সত্যতা যাচাই করা যায়নি৷

এদিকে ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া৷

এরপর গণভোট আয়োজন করে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: দ্য গার্ডিয়ান

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!