• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাশিয়া তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন বানাতে চায়: এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১০, ২০২২, ১২:৪২ পিএম
রাশিয়া তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন বানাতে চায়: এরদোগান

ঢাকা : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বিশ্বের শক্তিধর দেশগুলো এখন তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন বানাতে চায়।

সম্প্রতি কৃষ্ণসাগরের পাশে সূচিতে রুশ অবকাশকেন্দ্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এরদোগান। সেই বৈঠকে পুতিন তুরস্কের ড্রোন খাতে বিনিয়োগে আগ্রহ ব্যক্ত করেছেন বলে জানান এরদোগান। খবর আনাদোলুর।

আঙ্কারায় এক জনসভায় বক্তৃতাকালে এরদোগান বলেন, ইরানও তুরস্কের ড্রোন প্রকল্পে অংশীদার হতে চায়।

যুদ্ধক্ষেত্রে বর্তমানে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করছে তুস্কের বায়রাকতার টিবি-২ ড্রোন। শত্রুপক্ষের নিশানায় নির্ভুল আঘাত হানতে জুড়ি নেই এ ড্রোনের।

এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন জানান, গত মাসে ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুতিন। ওই অনুষ্ঠানে এরদোগানও ছিলেন।

সেখানে তিনি এরদোগানকে ওই তুর্কি বাইরাকতার ড্রোন কেনার প্রস্তাব দেন।

২০২০ সালে আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এ তুর্কি ড্রোন। সেই থেকে এ ড্রোনকে বিশ্বের পরাশক্তিগুলো বিশেষ গুরুত্ব দিচ্ছে।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!