• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যামেরুনে শেষকৃত্যানুষ্ঠানে হঠাৎ ভূমিধ্বস, নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৮, ২০২২, ০১:১৫ পিএম
ক্যামেরুনে শেষকৃত্যানুষ্ঠানে হঠাৎ ভূমিধ্বস, নিহত ১৪

ক্যামেরুনে এক শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধ্বস। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

ঢাকা : ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে এক শেষকৃত্যানুষ্ঠানে হঠাৎ করে ভূমিধ্বসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানায় দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ক্যামেরুনের কেন্দ্রীয় গভর্নর নাসিরি পাওয়ের বি জানিয়েছেন, মাটির নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় একটি ফুটবল মাঠে বহু লোক অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নেয়। তাদের পাশেই ৬০ ফুটের মতো উঁচু একটি বেড়িবাঁধ ছিল। হঠাৎ করে সেটি তাদের ওপর ধসে পড়ে। এতে তাদের মৃত্যু হয়।

রাজধানী ইয়াউন্ডে প্রায় ১৮ লাখ মানুষের বসবাস। আফ্রিকার এই শহরটি ব্যাপক আর্দ্র। অধিকাংশ সময়ই বৃষ্টি হয়। এছাড়া শহরটি উঁচু উঁচু টিলাবেষ্টিত। ফলে প্রায় সময়ই ভূমিধ্বসের ঘটনা ঘটে। এছাড়া অতিরিক্ত ‍বৃষ্টিপাতের ফলে প্রায় সময়ই বন্যা দেখা দেয়।   

গত মাসে প্রতিবেশি নাইজেরিয়া এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। এতে শত শত মানুষের মৃত্যু এবং দুই লাখ ঘরবাড়ি আংশিকভাবে ধ্বংস হয়ে যায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!