• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চিকিৎসায় নোবেল পেলেন ৩ জন


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৬, ২০২৫, ০৩:৫৫ পিএম
চিকিৎসায় নোবেল পেলেন ৩ জন

ছবি : সংগৃহীত

ঢাকা : ফিজিওলজি বা মেডিসিনে ২০২৫ সালের জন্য যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন– মেরি ই ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচিকে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মেরি ই ব্রুনকো ও ফ্রেড র‍্যামসডেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের নাগরিক।

“পরিপার্শ্বিক ইমিউন সহনশীলতা সম্পর্কিত তাঁদের গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য সোমবার এক বিবৃতিতে এই পুরস্কারের ঘোষণা দেন নোবেল কমিটি।

নোবেল কমিটির বিবৃতি অনুযায়ী, “তাঁদের এই আবিষ্কার এক নতুন গবেষণার ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে এবং ক্যান্সার ও অটোইমিউন রোগের মতো চিকিৎসার নতুন পথ উন্মোচন করেছে।”

পারিপার্শ্বিক ইমিউন সহনশীলতা হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর নিজের টিস্যুগুলিকে ভুল করে আক্রমণ না করে, কেবলমাত্র বাইরের অনুপ্রবেশকারীদের (যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

এই বিভাগে ১৯০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১১৫ বার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে, যেখানে ২২৯ জন বিজ্ঞানী এই পুরস্কার পেয়েছেন।

পিএস

Wordbridge School
Link copied!