• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতীয় তিন কাশির সিরাপ সেবনে সতর্কবার্তা


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৪, ২০২৫, ১২:৪১ পিএম
ভারতীয় তিন কাশির সিরাপ সেবনে সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতীয় কোম্পানির উৎপাদিত ৩টি কাশির সিরাপ সেবনের বিষয়ে সতর্ক করেছে। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ করেছে যেন তারা এসব ওষুধ কোথাও শনাক্ত হলে তা তাদেরকে যেন অবহিত করে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার (১৩ অক্টোবর) এ সতর্কতা জারি করে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।

ক্ষতিগ্রস্ত ওষুধগুলো হলো শ্রেসান ফার্মাসিউটিক্যালের তৈরি কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের তৈরি সিরাপ রেসপিফরেশ টিআর এবং শেপ ফার্মার তৈরি সিরাপ রিলাইফ।

এই সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের অস্বাভাবিক উপস্থিতির কারণেই এই সতর্কবার্তা দিয়েছে ডব্লিউএইচও। শিশুদের কাশির সিরাপ তৈরির জন্য ডায়াথিলিন গ্লাইকোল একটি প্রয়োজনীয় রাসায়নিক, তবে কোনো সিরাপে যদি অনুমোদিত বা নির্দিষ্ট মাত্রার বেশি ডায়াথিলিন গ্লাইকোল ব্যবহার করা হয়, তাহলে তা রীতিমতো বিষে পরিণত হয়। 

ডব্লিউএইচও’র সতর্কবার্তায় বলা হয়েছে, এই তিন কফ সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের উপস্থিতি নির্ধারিত বা অনুমোদিত মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি।

গত আগস্টে ভারতে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ডরিফ সিরাপ খেয়ে ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে ২০২৩ সালে অপর এক ভারতীয় কোম্পানির সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ার ১৪১ জন শিশুর প্রাণহানি হয়েছিল।

পিএস

Wordbridge School
Link copied!