• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষক পদে আবেদনে যে ৬ বিষয় খেয়াল রাখবেন


সোনালীনিউজ ডেস্ক অক্টোবর ২৫, ২০২০, ০৮:০৯ পিএম
প্রাথমিক শিক্ষক পদে আবেদনে যে ৬ বিষয় খেয়াল রাখবেন

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরের ( ডিপিই) অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। শেষ হবে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। আবেদনের সময় কয়েকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

১. যাদের জন্ম ১৯৯০ সালের ২৫ মার্চের আগে তারা আবেদন করতে পারবেন না।

২. যাদের এখনো স্নাতক ফলাফল হয়নি তারা আবেদন করতে পারবেন না।

৩. অনেকের এটাই প্রথম সরকারি চাকরির আবেদন। তাই নিজে নিজে আবেদনের সময় আগে থেকেই ফোনে ৮০ কিলোবাইট সাইজের ছবি ও স্বাক্ষর সেভ করে রাখবেন।

৪. ইউজার আইডি ও পাসওয়ার্ড যত্ন করে সংরক্ষণ করে রাখুন যাতে পরে প্রবেশপত্র তুলতে ঝামেলায় না পড়েন।

৫. অনেকের ভালো জায়গায় বা শহরে পোস্টিংয়ের জন্য স্থায়ী ঠিকানা বাদ দিয়ে বর্তমান ঠিকানায় আবেদন করতে দেখা যায়। এটা অনেক বড় ভুল। কারণ ভাইভায় আপনার দুই ঠিকানায় দুইটি ভাইভা কার্ড আসবে। আর স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হয়। তাই ভুল ঠিকানায় আবেদনের সুযোগ নেই।

৬. বিবাহিত নারী প্রার্থীরা স্বামী বা বাবার বাড়ির ঠিকানায় আবেদন করতে পারবেন।

সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!