• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩৮তম বিসিএসে নন–ক্যাডারে নিয়োগ পেলেন যারা


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০২১, ০৫:২৩ পিএম
৩৮তম বিসিএসে নন–ক্যাডারে নিয়োগ পেলেন যারা

ফাইল ফটো

ঢাকা: ৩৮তম বিসিএস থেকে ৭ শতাধিক প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বুধবার (২ জুন) এই প্রার্থীদের বিসিএসের মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে কমিশনের বিশেষ সভায় নিয়োগের এ সুপারিশ করা হয়।

জানা গেছে, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় ছয় হাজার ১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি।  তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য পাঁচ হাজার ৩২ জন কমিশনে আবেদন করেন।  এর আগে ৫৪১ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার নিয়োগ পেলেন ৭ শতাধিক।

গত বছরের ৩০ জুন ৩৮ তম বিসিএসের চূড়ান্ত ফলে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

সুপারিশকৃত পদসমূহ: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (টেলিভিশন অনুষ্ঠান প্রশিক্ষণ) পদে ১ জন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (রসায়ন) ২ জন,  নির্বাচন কমিশন সচিবালয়ের উপজেলা/থানা নির্বাচন অফিসার পদে ১২ জন, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১ জন, বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের সহকারী রেজিস্ট্রার পদে ১ জন, বন অধিদপ্তরের রিসার্চ অফিসার পদে ২ জন, বন অধিদপ্তরের বোটানিস্ট পদে ২ জন, বন অধিদপ্তরের লাইব্রেরিয়ান পদে ১ জন, বন অধিদপ্তরের কিউরেটর পদে ১ জন, বন অধিদপ্তরের ইন্সট্রাকটর পদে ৪ জন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক পদে ৫ জন ও গ্রন্ধাগারিক পদে ১ জন, সরকারি আবাসন অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ১জন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সচিব ২জন ও সহকারী পরিচালক ২ জন, কমিটি অফিসার ৪ জন, খাদ্য অধিদপ্তরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ১৬ জন, খাদ্য মন্ত্রনালয়ের গবেষণা কর্মকর্তা ৩ জন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ে সহকারী রেজিষ্ট্রার জেনারেল ২ জন, বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউটে গবেষণা কর্মকর্তা ৪ জন, সহকারী মৃত্তিকা বিজ্ঞানী ১ জন, বাংলাদেশ রেলওয়ের সহকারী কমান্ড্যান্ট পদে ৩ জন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউটে প্রভাষক পদে ৭ জন, মেরিন ফিসারিজ একাডেমিতে এডুকেশন অফিসার পদে ১জন, জাতীয় সঞ্চয় অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ১০ জন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোতে পরিসংখ্যান কর্মকর্তা পদে ৪ জন, পরিকল্পনা বিভাগে ডকুমেনটেশন অফিসার পদে ১জন, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে বৈজ্ঞানিক কর্মকতা পদে ২ জন, পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ১২ জন ও সিনিয়র কেমিস্ট পদে ১০ জন, বহিরাগমন ও পাসপোট অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২ জন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে সহকারী পরিচালক পদে ১ জন, পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্সট্রাক্টর পদে ৪৯ জন, টেকনিক্যাল স্কুল অ‌্যান্ড কলেজে ইন্সট্রাক্টর পদে ৬১২ জন, মেরিন একাডেমিতে শিক্ষা কর্মকর্তা পদে ১ জন, বাংলাদেশ বেতারে এনালিস্ট পদে ১জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 

নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন-

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!