• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৬৭ জন


চাঁদপুর প্রতিনিধি মার্চ ৩০, ২০২২, ০২:১৭ পিএম
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৬৭ জন

ছবি : সংগৃহীত

চাঁদপুর : ১২০ টাকায় চাঁদপুরে ৬৭ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে চাঁদপুর পুলিশ লাইনসের ড্রিলশেডে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা পুলিশ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, ‘তোমাদের হাত ধরেই বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে। মনে রাখতে হবে, কাজ রেখে ঘুম নয়, কাজ শেষ করে ঘুমাতে যেতে হবে। খারাপ নয়, ভালো কাজ নিয়ে আমার কাছে আসবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়ের পরিচালায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

উল্লেখ্য, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২-এর প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ১ হাজার ৬৩৩ প্রার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে ৬৭ জন নির্বাচিত হন। নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!