• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার দাবিতে নন-ক্যাডার প্রার্থীদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৬, ২০২২, ০৪:০৩ পিএম
চার দাবিতে নন-ক্যাডার প্রার্থীদের মানববন্ধন

ঢাকা: আগের নিয়মে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় অপেক্ষমান প্রার্থীরা। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে হাজারের বেশি নন-ক্যাডার প্রার্থী অংশ নেয়। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। 

মানববন্ধন থেকে কমিশনের ডাকে একটি প্রতিনিধি দল দুপুর পৌনে ১২টার দিকে পিএসসিতে যায়। পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের কাছে তাদের দাবির বিষয়ে বিস্তারিত জানান। 

কমিশন থেকে বের হয়ে তারা বলেন, পিএসসি চেয়ারম্যানকে দাবির বিষয়ে জানিয়েছি। দাবির বিষয়টি কমিশন বিবেচনা করবে বলে জানিয়েছেন। আমরা যাতে কোনো ক্ষতির শিকার না হই, তাও দেখা হবে বলেছেন তিনি। 

কমিশনের এমন সিদ্ধান্তে হতাশ নন-ক্যাডার প্রার্থীরা। এখন পিএসসি থেকে কী সিদ্ধান্ত আসে তা দেখার অপেক্ষায়। ফলে প্রার্থীরা মানববন্ধন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন। ইতিবাচক ফল না এলে সবার সঙ্গে আলোচনা করে আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা।

নন-ক্যাডার প্রার্থীদের দাবিসমূহ 

১. কমিশন কর্তৃক ৪০তম বিসিএস বিজ্ঞপ্তির তারিখভিত্তিক সুপারিশের এই বেকার বিরুদ্ধ এবং একইসঙ্গে সরকারের নীতি বিরুদ্ধ অযাচিত সিদ্ধান্ত বাতিল করতে হবে।

২. ৪০তম বিসিএস নন-ক্যাডারের অনুকূলে পিএসসি কর্তৃক প্রদত্ত অধিযাচন পত্রের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত পদসমূহ ৪০তম বিসিএস নন-ক্যাডারে উত্তীর্ণদের মধ্য থেকে সুপারিশ করতে হবে।

৩. পূর্বতন বিসিএসগুলো (৩৫তম, ৩৬তম, ৩৭তম, ৩৮তম) থেকে নন-ক্যাডারে সুপারিশকরণের অনুসৃত প্রক্রিয়া ৪০তম বিসিএস নন-ক্যাডারের ক্ষেত্রেও অনুসরণ করতে হবে।

৪. ৪০তম বিসিএস নন-ক্যাডারে সুপারিশকরণ প্রক্রিয়া পরবর্তী বিসিএসের (৪১তম বিসিএস) চূড়ান্ত ফল প্রকাশের আগের তারিখ পর্যন্ত অব্যাহত রেখে ৪০তম বিসিএসের নন-ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে সুপারিশ করতে হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!