• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ডিএনসিসির শ্রমিক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ৩১, ২০২৪, ০৩:২৫ পিএম
ডিএনসিসির শ্রমিক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪৫ জন দক্ষ শ্রমিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৪৫ জন দক্ষ শ্রমিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় মুসলিম মর্ডান অ্যাকাডেমিতে হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ও সময় পরে প্রার্থীদেরকে জানানো হবে এবং ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!