• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রতারণায় দেবাশীষ বিশ্বাস কারাগারে


আদালত প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২০, ০২:২৪ পিএম
প্রতারণায় দেবাশীষ বিশ্বাস কারাগারে

ঢাকা : উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে প্রতারণার মামলায়  কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি হলে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন দেবাশীষ বিশ্বাস।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ জুলাই লিটন সরকার ইমন নামে এক ব্যক্তি দেবাশীষ বিশ্বাসের মা গায়েত্রী বিশ্বাস প্রযোজিত ‘মায়ের মর্যাদা’, ‘শুভ বিবাহ’, ‘অপেক্ষা’ এবং ‘অজান্তে’ সিনেমা পিএনটিভি ইউটিউব চ্যানেলে বাণিজ্যিকভাবে প্রচারের জন্য ক্রয় করেন। ১ লাখ ৪০ হাজার টাকায় ৬০ বছরের জন্য সিনেমা চারটি কেনার পর ওই ব্যক্তি তার চ্যানেলে আপলোড করলে ইউটিউব কর্তৃপক্ষ কপিরাইট ইস্যুতে চ্যানেলটি বন্ধ করে দেয়। তখন তিনি জানতে পারেন, সিনেমাগুলো আসামিরা এর আগে ২০১৭ সালে অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সিএমএম আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে দেবাশীষ বিশ্বাসের নামে প্রতারণার মামলা করেন। একই বছর ৫ ডিদেসেম্বর আসামির আদালতে হাজির হতে সমন জারি করা হলেও আসামিরা হাজির না হওয়ায় গত ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেন আদালত।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!