• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিয়ের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ আইন-কানুন


লাইফস্টাইল ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৪:১০ পিএম
বিয়ের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ আইন-কানুন

ফাইল ছবি

ঢাকা: বিয়ে করার আগে এই সংক্রান্ত আইনগুলো জেনে নিন। কেননা মহামারি করোনার জন্য সামাজিক-পারিবারিক অনেক অনুষ্ঠানই আটকে রয়েছে। বড় আয়োজনে বিয়েই তো হয় না প্রায় ছয় মাস।

যার এত দিনে বিয়ের কথা যারা ভাবছেন, তারা আগে আইনগুলো জেনে নিন। বিয়ে করার জন্য বর ও কনে পক্ষের জন্য দেশে প্রচলিত আইনের যে বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ: 

১. বিয়ের সময় আইনে বর্ণিত উপযুক্ত বয়স পাত্রের ২১ এবং কনের ১৮ বছর হতে হবে।

২. এর কম বয়স হলে 'বাল্যবিয়ে' বলে ধরা হবে, যা বেআইনি।

৩.  বিয়ের এক পক্ষ বিয়ের প্রস্তাব দেবে, অন্য পক্ষকে তা গ্রহণ করতে হবে। 

৪. বিয়েতে দু’জন সাক্ষী থাকতে হবে। 

৫. বিয়ের সময় পাত্র ও পাত্রীর মুখে উচ্চারিত 'কবুল' শব্দটি স্পষ্ট হতে হবে এবং উভয়ে কোনো রকম চাপ বা প্ররোচণা ছাড়াই তা স্বেচ্ছায় বলবে। 

৬. একই বৈঠকে বিয়ের প্রস্তাব দিতে হবে এবং গ্রহণ করতে হবে। 

৭. মুসলিম আইনে কোনো পক্ষেরই বিয়ের জন্য কোনো ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠান বাধ্যতামূলক নয়। 

৮. কাবিননামায় স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে পালনের শর্তগুলো থাকবে ।

৯.  স্বামী-স্ত্রী উভয়কেই তালাকের অধিকার উল্লেখ রাখা।

১০. পাত্র-পাত্রীর সামাজিক ও শিক্ষাগত মর্যাদা ও আর্থিক সঙ্গতি বিবেচনা করে দেনমোহরের পরিমাণ নির্ধারণ করতে হবে ।

১১. বিয়ের প্রমাণ কাগজ-কলমে লিখে রাখাই হলো রেজিস্ট্রেশন।

১২. এটি সরকার কর্তৃক নির্ধারিত ফরমে লিখিত বিয়েসংক্রান্ত দলিল, যা কাজি অফিসে সংরক্ষিত থাকে।

১৩. মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন, ১৯৭৪-এর ধারা-৫(৪) অনুসারে, বিয়ে নিবন্ধন না করলে এর জন্য দুই বছর বিনাশ্রম কারাদণ্ড বা ৩ হাজার টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যায়।

১৪. অনেক সময় দেখা যায় ছেলে-মেয়েরা একে অন্যকে ভালোবেসে কোর্ট ম্যারেজ করে। কিন্তু আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো শব্দ নেই। তাই এমন বিয়ের বৈধতাও নেই, এটি বিয়ের ঘোষণা মাত্র।  

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!