• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনার মধ্যে কেনাকাটা করতে সতর্ক থাকতে কী করবেন


লাইফস্টাইল ডেস্ক মে ১০, ২০২১, ১২:৫২ পিএম
করোনার মধ্যে কেনাকাটা করতে সতর্ক থাকতে কী করবেন

ছবি : সংগৃহীত

ঢাকা: করোনা সংক্রমণ বাড়লেও দৈনন্দিন কাজকর্ম থেমে নেই। অনেককেই বাজার করতে, মুদির জিনিস কিনতে বাইরে যেতে হচ্ছে। এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। দোকানে গিয়ে কেউ যেন সংক্রমিত না হন সেজন্য কিছু নির্দেশিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  সংস্থাটি বলছে, মহামারির মধ্যে যদি অনলাইনে কেনাকাটা করা সম্ভব না হয়, তাহলে এই বিধি মেনে চলতে হবে।

বাজার-দোকানের ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে বলে দেখা গেছে। ফলে দোকানে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। যেমন-

১. দোকানে এমন সময়ে যেতে হবে, যখন ভিড় হওয়ার আশঙ্কা কম

২. এলাকাভিত্তিক কোনও নিয়ম থাকলে, বেরোনোর আগে খোঁজ নিন

৩. বেরোনোর সময়ে মাস্ক আর স্যানিটাইজার নিতে ভুলবেন না

৪. এলাকায় অতিরিক্ত সংক্রমিত মানুষ থাকলে বেরোনোর আগে সার্জিকাল মাস্ক ব্যবহার করুন

৫. একবারে বেশি ক্ষণ কোনও দোকানে কাটাবেন না

৬. দোকানে সময় কম কাটাতে হলে জিনিসের তালিকা ছোট রাখা প্রয়োজন

৭. দোকানে গিয়ে অন্যদের থেকে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখুন

বিশেষজ্ঞদের মতে, শীতাতপ নিয়ন্ত্রিত দোকানে না ঢুকে পাড়ার ছোট দোকান থেকে জিনিস কিনুন যাতে ভিতরে না ঢুকতে হয়। দূর থেকে প্রয়োজনীয় জিনিস কিনে চলে আসার চেষ্টা করুন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!