• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভ্রমণের সময় যা না খাওয়াই ভালো


লাইফস্টাইল ডেস্ক মে ২৫, ২০২২, ০৮:৩৭ পিএম
ভ্রমণের সময় যা না খাওয়াই ভালো

ঢাকা: অনেকের ভ্রমণের সময় বেশ কিছু সমস্যা দেখা যায় যেমন- মাথা ঘুরানো, বমি বমি ভাব, অনেকের পেটের সমস্যা হয় মাঝ রাস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়ার জন্য। তাই কোথাও যাওয়ার আগে বুঝে খাবার গ্রহণ করতে হয় এবং বেশ কিছু খাবার এড়িয়ে চলতে হয়।

যাত্রার সময় যেসব খাবার খাবেন সেগুলো দেওয়া হলো-

১. গুরুপাক ও অতিরিক্ত ভারী মসলা জাতীয় খাবার ও ভাজাপোড়া খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এসব খাবার যাত্রার সময় অথবা যাত্রা শুরু করার আগে গ্রহণ করলে বদহজম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং অ্যাসিডিটি বাড়ে।

২. রাস্তার কাছে অস্বাস্থ্যকর পরিবেশে হাতে বানানো ঝাল-মুড়ি, আচার, কাসন্দি দিয়ে মাখানো ফল খাওয়া থেকে বিরত থাকুন। এতে করে জন্ডিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

৩. যে কোনো কার্বোনেটেড বেভারেজ, চিপস ও কেমিক্যালযুক্ত প্রসেসড জুস খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ এতে করে অনেক সময় অতিরিক্ত ইউরিন হতে পারে।

৪. যারা জার্নি সহ্য করতে পারেন না। তারা অবশ্যই ভ্রমণের সময় পেট ভরে খাবার খাবেন না। এতে করে বমির সম্ভাবনা বেড়ে যায়। যা আপনার ভ্রমণকে নিমিষে অস্বস্তির সাগরে নিমজ্জিত করবে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!