• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

আজকের রাশিফল


লাইফস্টাইল ডেস্ক অক্টোবর ৩, ২০২৪, ১১:৩৮ এএম
আজকের রাশিফল

ঢাকা: রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আয়কর উপদেষ্টাদের ভালো রোজগার হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতানৈক্য এড়িয়ে চলাই ভালো। আর্থিক বিষয়ে ব্যয় সংকোচন ই এখন একমাত্র রক্ষাকবচ।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): গৃহস্থালী জীবনে মতানৈক্য এড়িয়ে চলতে হবে। বড় বোনের সাথে জটিলতা বাড়তে পারে। বহুদিনের পুরোন বন্ধুত্ব হুমকিতে পড়তে পারে। প্রেমে জটিলতা বাড়তে চলেছে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): ব্যবসা বাণিজ্যে কিছু বাধা আসতে চলেছে। গৃহস্থালী জীবনে আত্মীয় বিরোধ দেখা দেবে। মানসিক ভাবে একটু চাঙ্গা থাকতে চেষ্টা করুন। স্থাবর সম্পত্তি নিয়ে কোনো জটিলতা বাড়বে।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আপনার জীবনে আজ কিছু অনাকাঙ্খীত ঘটনা ঘটতে চলছে। তথ্য বিভ্রান্তির কারনে ব্যবসায় বাধা আসবে। ছোট ভাই বোনের কোনো কর্মের কারনে বিব্রত হতে পারেন।

সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): অনৈতিক পন্থায় আয় রোজগার না করাই ভালো। আজ বকেয়া টাকা আদায়ে সতর্ক হতে হবে। সঞ্চয়ে সফলতা। ব্যবসায়ীক কোনো মধ্যস্ততার মাধ্যমে ভালো আয়ের আশা।

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): আজকের দিনটি রহস্যজনক ভাবে সফলতার। ভাগ্য উন্নতি হবেই। ব্যবসায়ীক কাজে সতর্ক হতে হবে। গৃহস্থালী কাজে আত্মীয় বিরোধ এড়াতে হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুতার সম্মূখীণ হবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): পারিবারিক ব্যয় বৃদ্ধি। আইনগত কোনো জটিলতায় আইনজীবিরা আপনাকে ভোগাতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে রহস্যজনক রোজগার হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): আজ বন্ধুদের সাহায্য পাবেন। রহস্যজনক উৎস থেকে ভালো রোজগারের আশা। গৃহস্থালী জীবনে সফল হতে পারবেন। ব্যবসায় আজ রহস্যজনক রোজগার হবে।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): চাকরিজীবীদের দিনটি শুভ সম্ভাবনাময়। সরকারী চাকরিজীবীদের আজ রহস্যজনক উন্নতির আশা। সাংসারিক ক্ষেত্রে পিতার সাথে বিরোধ এড়াতে হবে। পদস্ত কর্মকর্তার সাথে ঝামেলা এড়াতে হবে।     

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ। শিক্ষা ও গবেষণামূলক কাজের জন্য অর্থ লাভ। বৈদেশিক বাণিজ্যে আজ উন্নতি। ধর্মীয় কাজে অর্থ ব্যয় হবে।                                           

কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): আর্থিক ঝুঁকি বিষয়ে সতর্ক হতে হবে। কারো সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে হবে। গৃহে আত্মীয় আগমন যোগ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): ব্যবসায়ীক কাজে সতর্ক হতে হবে। অংশিদারী ব্যবসায় প্রতারিত হতে পারেন। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। দাম্পত্য বিষয়ে সাবধান।

ইউআর

Wordbridge School
Link copied!