• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বইমেলা চলবে কিনা সিদ্ধান্ত বিকেলে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২১, ০১:৪০ পিএম
বইমেলা চলবে কিনা সিদ্ধান্ত বিকেলে

ফাইল ফটো

ঢাকা: মহামারি করোনাভাইরাস পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। এ অবস্থায় চলমান অমর একুশে বইমেলা চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে বৈঠক ডেকেছে বাংলা একাডেমি। 

শনিবার (৩ এপ্রিল) বিকেলে বাংলা একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। তাই এ অবস্থায় বইমেলা চলবে নাকি বন্ধ করে দেওয়া হবে তার জন্য বিকেলে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে প্রকাশক ও বাংলা একাডেমির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আশা করি, বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মেলা নিয়ে আমরা সিদ্ধান্ত জানাতে পারব।

এদিকে, শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা দেন।

তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!