• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বাটুল দি গ্রেট’ স্রষ্টা নারায়ণ দেবনাথ আর নেই


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০২২, ০৫:০১ পিএম
‘বাটুল দি গ্রেট’ স্রষ্টা নারায়ণ দেবনাথ আর নেই

ছবি :

ঢাকা : বাঁটুল, নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদা, কেল্টুদার জনক নারায়ণ দেবনাথ আর নেই। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ২৪ ডিসেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় তাকে দুইদিন আগে ভেন্টিলেটারে রাখা হয়েছিল। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সওয়া দশটা নাগাদ তার মৃত্যু হয়।

দীর্ঘ দিন ধরে তিনি বয়সজনিত , ফুসফুস ও কিডনির সমস্যা রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল থেকে তার শরীরের অক্সিজেনের মাত্রাও কমছিল এবং হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। রক্তচাপের সমস্যা দেখা দেয়। অবস্থা দ্রুত খারাপ হয়।

দশকের পর দশক জুড়ে পশ্চিমবঙ্গে বাচ্চারা বড় হয়েছে তার কমিকসকে সঙ্গী করে। তার বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্দে-ফন্টের কমিকসে ছিল নিখাদ মজা। হাঁদা-ভোঁদা প্রকাশিত হয় ১৯৬২ সালে। বাঁটুল ১৯৬৫ থেকে। আর নন্টে-ফন্টে শুরু হয় ১৯৬৯ সাল থেকে। তিনটি কমিকসই শুরু থেকে হিট। এছাড়াও বাহাদুর বেড়াল সহ আরো কমিকস চরিত্র আছে তার।

নারায়ণ দেবনাথের প্রয়াণে শোক জানিয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, তার বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে পাঠকের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছে

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!