• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আঙুলের ছাপ পাবে না তৃতীয়পক্ষ’


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০১৬, ১১:৫৬ এএম
‘আঙুলের ছাপ পাবে না তৃতীয়পক্ষ’

নিজস্ব প্রতিবেদক

আঙুলের ছাপ তৃতীয়পক্ষের কাছে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ বুধবার সকালে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রসঙ্গে মোবাইল ফোন অপারেটর কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠকের আগে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে কোনো পর্যায়ে গ্রাহকের আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না, শুধু ভেরিফাই করা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে। ফলে তৃতীয়পক্ষের কাছে আঙুলের ছাপ যাওয়ার সুযোগ নেই।’
তিনি আরো বলেন, ‘এই পদ্ধতির বিরুদ্ধে একটি শক্তিশালী চক্র প্রোপাগান্ডা চালাচ্ছে, যাতে এই কর্মসূচি ভেস্তে যায়।’

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!