এমপি আনোয়ারুলের বাড়িতে হাজারো শোকার্ত জনতার ঢল 

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৫:১৯ পিএম
এমপি আনোয়ারুলের বাড়িতে হাজারো শোকার্ত জনতার ঢল 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনোয়ারুল আজিম আনারের বাড়িতে হাজার হাজার শোকার্ত জনতার ঢল নেমেছে। 

বুধবার (২২ মে) সকালে ভারতের কলকাতায় তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও কর্মী-সমর্থকরা। 

তারা এমপি আনারের বাড়ির সামনে সমবেত হন এবং শোক প্রকাশ করেন। এখন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে চাপা উদ্বেগ ও আতঙ্ক দেখা গেছে। তারা এ ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন। 

এদিকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্লাটে আনারের মরদহ মিলছে বলে খবর পাওয়ার পর - ওই এমপির ছোট মেয়ে ডরিন ফেরদৌস কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। 

গত ১২ মে ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বুধবার (২২ মে) কলকাতার নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। 

এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, এমপি আনারের মৃত্যুতে দলের ও দেশের অপূরণীয় ক্ষতি হলো। দু’দেশের (ভারত- বাংলাদেশ) তদন্ত দলকে দ্রুত সন্ত্রাসীদের খুঁজে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এমএস

Link copied!