তারেকের সঙ্গে চসিক মেয়রের সাক্ষাৎ, যা চেয়েছেন শাহাদাত

  • চট্টগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৯:২০ পিএম
তারেকের সঙ্গে চসিক মেয়রের সাক্ষাৎ, যা চেয়েছেন শাহাদাত

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দীর্ঘ ১৭ বছর পর লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শহরের সেবা ব্যবস্থায় সমন্বয়হীনতার চিত্র তুলে ধরে তিনি ‘নগর সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন। বিএনপি সরকারে এলে সেই উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

শনিবার সন্ধ্যায় লন্ডনের কিংস্টোনে তারেক রহমানের বাসায় দুই নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হয়। পরে বাংলাদেশ সময় রাত ১টার দিকে নিজের ফেসবুক পেজে সেই সাক্ষাতের ছবিও প্রকাশ করেন মেয়র শাহাদাত। ছবিতে তাকে সিটি করপোরেশনে নিজের এক বছরের দায়িত্বকালকে কেন্দ্র করে প্রকাশিত উন্নয়ন প্রতিবেদন বইটি তারেক রহমানের হাতে তুলে দিতে দেখা যায়।

রোববার লন্ডন থেকে মেয়র জানান, দায়িত্ব নেওয়ার পর এক বছরে সিটি করপোরেশনের কার্যক্রম সম্পর্কে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেছেন। গত এক বছরে নগরের নালা–নর্দমা পরিষ্কারের কাজের ইতিবাচক প্রভাবও তুলে ধরেন তিনি। তার ভাষায়, এ বছর চট্টগ্রামের জলাবদ্ধতা অর্ধেকে নেমে এসেছে। সামনে আরও ২১ থেকে ২২টি খাল খননের পরিকল্পনার কথাও জানান তিনি। এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করার পথ আরও সুগম হবে বলে মনে করছেন তিনি।

চট্টগ্রামকে সবুজ, পরিষ্কার, স্বাস্থ্যকর ও নিরাপদ নগর হিসেবে গড়ে তোলার ভবিষ্যৎ পরিকল্পনাও জানিয়েছেন মেয়র। এ পথে এগোতে তারেক রহমানের পরামর্শও নেন তিনি।

নগরের সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে মেয়র বলেন, ভিন্ন ভিন্ন সংস্থা ভিন্নভাবে কাজ করায় নাগরিক দুর্ভোগ বাড়ছে। নির্বাচিত ব্যবস্থার মধ্যে আইনগত কর্তৃত্ব দেওয়া হলে এই সমস্যার সমাধান সম্ভব। এজন্য সিটি করপোরেশনের মাধ্যমে ‘নগর সরকার’ প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও তিনি মত দেন।

প্রায় ১৭ বছর পর সামনাসামনি দেখা হলেও এই সময়ে স্কাইপির মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল তাদের। ভিসা জটিলতার কারণে আগের দুইবার লন্ডন যেতে না পারলেও এবার কূটনৈতিক পাসপোর্ট থাকায় সফরটি সহজ হয়েছে বলে জানান মেয়র।

গত ৮ নভেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গেছেন ডা. শাহাদাত। তার ২১ নভেম্বর দেশে ফেরার কথা।

এসএইচ 

Link copied!