ছবি : প্রতিনিধি
বরিশাল: বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় সড়কের পাশে রাখা একটি পরিত্যক্ত বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত প্রায় ২টার দিকে চরকাউয়া -গোমা আঞ্চলিক সড়কের ধারে থাকা বাসটিতে হঠাৎ আগুন দেখা যায়। তবে এটি ইচ্ছাকৃত অগ্নিসংযোগ নাকি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় বাসটির ভিতরে কেউ ছিল না। ঘটনার স্থানের কাছে টহল পুলিশ থাকায় স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বাসটির কয়েকটি সিট আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ওসি আরও বলেন,সৌরভ পরিবহনের বাসটি প্রায় ১৬ -১৭ দিন ধরে সড়কের পাশে অচল অবস্থায় পড়ে ছিল। কীভাবে আগুন লাগল তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটি দুর্ঘটনা নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। যদি অগ্নিসংযোগ প্রমাণিত হয়, সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
এদিকে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি বাসে নিজে নিজে মধ্যরাতে আগুন লাগার কোনো যুক্তি নেই। তাদের ধারণা এটি পরিকল্পিতভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।
পিএস
আপনার মতামত লিখুন :