পাবনার আটঘরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার একদন্ত বাজারের অদূরে৷ শিবপুর মোাড়ে এ দূর্ঘটনা ঘটে।
পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, সুজানগর উপজেলায় তারণ্যের সমাবেশ কর্মসূচী শেষ করে আটঘরিয়া উপজেলার একদন্তে স্থানীয় বিএনপি আয়োজিক সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ তার সফর সঙ্গীরা।
পথিমধ্যে আটঘরিয়া উপজেলার একদন্ত শিবপুর এলাকায় পৌঁছালে মাটি টানা একটি ট্রাক শিমুল বিশ্বাসের জীপ গাড়িকে চাপা দেয়। এ সময় শিমুল বিশ্বাস সামান্য আহত সহ চারজন আহত হন।
অন্য আহতরা হলেন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সহকারী এনামুল হক বিশ্বাস, বেড়া উপজেলা বিএনপির নেতা রইচ উদ্দিন ও গাড়ী চালক শফিক। আহতদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :