জামালপুরের ইসলামপুর উপজেলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার উত্তর কিসামতজাল্লা হাবিবিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ (বিপুল মাস্টার)’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে শুরুতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত দেখা গেলেও সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় এক বিশেষ উপস্থিতি—কার্যক্রম নিষিদ্ধ ইসলামপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নিজাম উদ্দীন খানের আগমন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একেবারেই অস্বাভাবিক ও অভূতপূর্ব এই পরিস্থিতি দ্রুতই উপজেলায় ‘টপ অব দ্য ডে’ আলোচনায় পরিণত হয়। কারণ, একদিকে বিএনপির কর্মসূচি—অন্যদিকে সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদধারী হওয়া নেতার অংশগ্রহণ, সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে নানা প্রশ্ন, বিশ্লেষণ ও সমালোচনা।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে একাংশের মত, এ ধরনের উপস্থিতি রাজনৈতিক অবস্থানে বড় ধরনের বিভ্রান্তির জন্ম দেবে। কেউ কেউ সরাসরি অভিযোগ তুলছেন—বিপুল মাস্টার নাকি “আওয়ামী লীগ পুনর্বাসন করছেন”।
আবার অনেক বিএনপির নেতাকর্মী বলছেন —এটা হয়তো ব্যক্তিগত সম্পর্ক বা সৌজন্য—রাজনৈতিক উদ্দেশ্য নাও থাকতে পারে। কিন্তু উপস্থিতি যাই হোক, বিষয়টি নিয়ে ইতিমধ্যে তুমুল আলোচনা চলছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উত্তর কিসামতজাল্লা মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মাস্টার, মসজিদের ইমাম মাওলানা ক্বারি মো. আবুল হোসেন সোহাগ, মোয়াজ্জেম আজাদ শাহ ফকির, হাবিবিয়া আরকানিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহাম্মেদ পাপনসহ অন্যান্যরা।
উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রকাশ্যে মন্তব্য না করলেও ব্যক্তিগত আলাপে প্রশ্ন তুলছেন—একজন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কীভাবে বিরোধী দলের কর্মসূচিতে অংশ নিলেন?
এ বিষয়ে বিপুল মাস্টারের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা পর্যায়ের রাজনৈতিক নেতারা বলছেন, স্থানীয় রাজনীতিতে সাম্প্রতিক সময়ের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ঘটনাটি নতুন আলোচনার জন্ম দেবে। ইসলামপুরের মাঠের রাজনীতিতে এ ঘটনাটি যে নতুন প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে—তা নিয়ে আর কোনো সন্দেহ নেই।
এম
আপনার মতামত লিখুন :