ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে টুটুল মিয়া নামে এক মাদকাসক্ত ছেলেকে তার পিতা রফিক হোসেন নিজ উদ্যোগে আইনের হাতে তুলে দিয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পিতার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয় টুটুল মিয়াকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর পুলিশ পাহারায় তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
রফিক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে টুটুল মিয়া মাদক সেবন করে আসছে এবং বাড়িতে অশান্তি সৃষ্টি করছে। নানা প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে তিনি ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।
এ ঘটনায় টুটুল মিয়াকে আইনের আওতায় এনে পরিবারের শান্তি ও সমাজে ন্যায়ের শিক্ষা প্রদানের দৃষ্টান্ত স্থাপন হলো।
এসএইচ
আপনার মতামত লিখুন :