গণভোটে হ্যাঁ দিলেই সৌরাচারী ব্যবস্থা মুক্ত হবে না: বদিউল 

  • রংপুর ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:২৬ পিএম
গণভোটে হ্যাঁ দিলেই সৌরাচারী ব্যবস্থা মুক্ত হবে না: বদিউল 

ছবি: প্রতিনিধি

গণভোটে হ্যাঁ হলেই সৌরাচারী ব্যবস্থা পুরোপুরি মুক্ত হবে এমনটাও বলা যায় না। যদি না রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কৃতির মূল্যবোধ প্রদর্শন করে।

এ কথা বলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এই সরকার এসেছে গণঅভ্যুত্থানের অঙ্গীকার এবং নির্বাচনের ভিত্তিতে। গণঅভ্যুত্থানের অঙ্গীকারের মধ্যে নির্বাচন, সংস্কার ও বিচার অন্তর্ভুক্ত। সরকারের কাজের লক্ষ্য এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা।

মজুমদার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে। সরকারের প্রচেষ্টা চলমান রয়েছে যে, প্রস্তাবিত সংস্কারগুলো সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা। নির্বাচন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার বহু ধাপ আছে। নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে নিশ্চিত হতে হবে।

তিনি আরও বলেন, “তবে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন যথেষ্ট নয়। এটি যাত্রাপথের সূচনা মাত্র। আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে। এজন্য প্রয়োজন কতগুলো সংস্কার, আইনি সহায়তা, নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা, রাজনৈতিক অঙ্গনকে মুক্ত করা এবং টাকার খেলা বন্ধ করা। নাগরিক সমাজ ও গণমাধ্যমকেও অষ্টকের ভূমিকা পালন করতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার থাকলে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে।”

মজুমদার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দলীয় নয়। আশা করা যায়, বাকি দিনগুলো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। বাকি কাজগুলো রাজনৈতিক দলের সৎ আচরণের ওপর নির্ভর করবে। যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনী অঙ্গনকে স্বচ্ছ ও দায়বদ্ধ করে, গণমাধ্যম নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তাহলে নির্বাচনের পথ সুগম হবে। তবে শুধু সুষ্ঠু নির্বাচন হলেই গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না; কাঠামোগত সংস্কারগুলো বাস্তবায়নও জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, “শেখ হাসিনা ক্ষমতায় ট্যাংকে বা উল্টে পড়ে আসেননি। বরং দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকতে সংবিধান ব্যবহার করে মৌলিক পরিবর্তনের মাধ্যমে সৌরাচারী হয়ে উঠেছিলেন। সংস্কার বিষয়টির দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করে, তাই তাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতিই সৌরাচারী কাঠামো নির্ধারণ করবে।”

এ সময় মজুমদার রংপুর আরডিআরএস মিলনায়নে অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসএইচ 
 

Link copied!