হাত-পা কেটে হত্যা মামলার আসামি গ্রেফতার

  • রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০২:০৫ পিএম
হাত-পা কেটে হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজাপুর: ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নে বহুল আলোচিত বাসা থেকে ডেকে নিয়ে হাত-পা কেটে দিয়ে হত্যা মামলার সাত নম্বর আসামি মো. হেলাল ফকির (৩৫) করেছে পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। হেলাল উপজেলার বড়ইয়া গ্রামের মো. আমজেদ আলী ফকিরের ছেলে। শুভ নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই হেলাল পলাতক ছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ রাতে শুভকে তার বাসা থেকে ডেকে নিয়ে হাত-পা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের ঘটনায় শুভর বাবা মো. আব্দুল্লাহ আল মাহবুবু (২৮ মার্চ ২০১৯) বাদী হয়ে রাজাপুর থানায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নম্বর ৭১)। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল। হেলাল ওই মামলার ৭ নম্বর আসামি। এই নিয়ে এখন পর্যন্ত ঐ মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে হেলালকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এনএএইচ/এএস

Link copied!