সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০১৬, ০৬:৫৪ পিএম
সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

ছোট ভাইয়ের উপর হামলার প্রতিবাদ করার পর সিলেট নগরীতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

গত রোববার সন্ধ্যা ৬টায় নগরীর কানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ। নিহত ইসলাম উদ্দিন (৩৫) শামীমাবাদ এলাকার বাসিন্দা তোতা মিয়ার ছেলে। তিন নির্মাণ ঠিকাদারের কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সুহেল আহমদ জানান, আর্থিক লেনদেন দিয়ে ইসলাম উদ্দিনের ছোট ভাই আরমানের উপর গত পরশু হামলা চালায় জামাল আহমদ নামের স্থানীয় এক যুবক। ওই ঘটনার পর ইসলাম জামালের কাছে গিয়ে প্রতিবাদ করেন।

ওসি বলেন, রোববার সন্ধ্যায় হামলার ঘটনার মীমাংসার কথা বলে ইসলামকে কানিশাইলে নিজের বাসায় নিয়ে যান জামাল। সেখানে ইসলামকে ছুরিকাঘাতে জামাল ও তার সঙ্গীরা হত্যা করেন। ইসলামের বাবা তোতা মিয়ার অভিযোগ, জামাল এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আজ (রোববার) সে বাসায় ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!