জীবন বাঁচাতে লোকালয়ে চিত্রল হরিণ

  • বাগেরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ০৯:৫৮ পিএম
জীবন বাঁচাতে লোকালয়ে চিত্রল হরিণ

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে সুন্দরবনের একটি চিত্রল হরিণ উদ্ধার করেছে। 

সোমবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় আট্রাকি থেকে থানা পুলিশ হরিণ উদ্ধার করে। 

এ বিষয়ে ফকিরহাট থানার ওসি আ.স.ম খায়রুল আনাম জানান, সকালে দিকে উপজেলার আট্রাকি এলাকায় ওই হরিণটি দেখে স্থানীয়রা ধাওয়া করে। পরে জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। পরে হরিণটি ফকিরহাট থানা হেফাজতে রাখা হয়েছে। 

তিনি জানান, বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে। তারা এটি নিয়ে সুন্দরবনে অবমুক্ত করবে। হরিণটি কোথা থেকে এসেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এ হরিণটি সুন্দরবন থেকে পথভুলে ফকিরহাট এলাকায় এসেছে।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!