৬ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা কাপছে তেঁতুলিয়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ১২:১৬ পিএম
৬ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা কাপছে তেঁতুলিয়া

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রার এই ওঠানামায় শীতের দাপট অনেকটা বৃদ্ধি পেয়েছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের দাপট। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) তেঁতুলিয়ায় সকাল ৯টায় আবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা কমে এলেও সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বর্তমানে পঞ্চগড়ের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশ মেঘমুক্ত রয়েছে সে কারণে দেখা মিলেছে সূর্যের।

সোনালীনিউজ/এএস

Link copied!