৬’শ পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে চেয়ারম্যান

  • মুন্সীগঞ্জ  প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ০৭:০৪ পিএম
৬’শ পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে চেয়ারম্যান

মুন্সীগঞ্জ : করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ছয় হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে খাদ্য সামগ্রি। মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের দারিদ্র্য, কর্মহীনদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে।এসব পরিবারে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হবে খাদ্য সামগ্রি। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পুরাতন ফেরিঘাটে পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনদিন ব্যাপী এসব সামগ্রী বিতরণ করার কথা জানান। 

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, ৮কেজি চাল, ২কেজি ডাল, ১ লিটার সয়াবিন, আড়াই কেজি আলু বিতরণ করা হবে। প্রত্যেক বাড়িতে গিয়ে এসব সামগ্রী পৌছে দেওয়া হবে। করোনা ভাইরাসের কারনে পঞ্চসারের অনেক নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত। অনেক মধ্যবিত্ত শ্রেণিও খাদ্য সমস্যায় ভুগছে। এসব বিষয় মাথায় রেখে আগামীকাল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। 

এমএএস/এএস

Link copied!