পার্বতীপুরে টর্নেডোর আঘাতে ব্যাপাক ক্ষয়ক্ষতি

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০২০, ১১:০৩ পিএম
পার্বতীপুরে টর্নেডোর আঘাতে ব্যাপাক ক্ষয়ক্ষতি

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে উপজেলার হাবড়া, হামিদপুর হরিরামপুর ইউনিয়নের ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  এ ঘটনায় গৃহপালিত ৩টি পশুর মৃত্যু হয়েছে। 

জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী ঘূর্ণিঝড়ের তান্ডবে এসব ক্ষয়ক্ষতি হয়েছে। এতে খোলা আকাশের নিচে জীবন যাপন করছে ক্ষতিগ্রস্ত এলাকার সহ্রসাধিক মানুষ। 

সোমবার (২৫ মে) বিকেলে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ৮ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল আটাসহ ত্রাণ সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বিকেলে জেলা প্রশাসক মাহমুদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সরবরাহের পাশাপাশি সার্বক সহযোগীতা প্রদানের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। ঘটনার পর থেকে পার্বতীপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ  বন্ধ আছে।

সোনালীনিউজ/এএস

Link copied!