ঢিলের আঘাতে ভাঙল সোনার বাংলা ট্রেনের কাচ

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০, ০৬:৪৪ পিএম
ঢিলের আঘাতে ভাঙল সোনার বাংলা ট্রেনের কাচ

ঢাকা : বাইরে থেকে ছোঁড়া ঢিলের আঘাতে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পথের বিরতিহীন আন্তঃনগর সোনার বাংলা ট্রেনে  জানালার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে লাকসাম রেলওয়ে স্টেশন অতিক্রম করার তিন-চার মিনিট পর চলন্ত ট্রেনটিতে ঢিল ছোঁড়া হয়।

তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছেন রেল কর্তৃপক্ষ। কাচের বদলে হার্ডবোর্ড লাগিয়ে আপাত সমাধান করা হয়।

আখাউড়া রেলওয়ে খানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আযম সাংবাদিকদের জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটি বৃহস্পতিবার রাতে লাকসাম রেলওয়ে স্টেশন অতিক্রম করার তিন-চার মিনিট পর চলন্ত ট্রেনটিতে ঢিল ছোঁড়া হয়।

এতে ট্রেনের ‘জ’ বগির মাঝামাঝি একটি জানলার কাচ ভেঙে যায়। বিষয়টি আমাদেরকে জানানো হলে আখাউড়ায় অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে কাচের বদলে হার্ডবোর্ড লাগানো হয় জানালায়।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!