মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী ভাঙন রোধে হাজারো এলাকাবাসী মানববন্ধন করেছে। জেলার সিরাজদিখান উপজেলার বালুচরের খাসকান্দি ও চান্দের চর এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ২ গ্রামের নারী-পুরুষ ও শিশুসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এ সময় তারা দাবি জানান দীর্ঘ ৮/১০ বছর ধরে এ নদীর উত্তর প্রান্ত ভাঙনের কবলে পরে অনেকে নিঃস্ব হয়েছেন। এ দীর্ঘ সময়ে ২ শ হেক্টর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়েছে। সরকারের প্রতি তাদের দাবী এখন যদি দ্রুত ভাঙন রোধ করা না হয়, তাহলে আরো দীর্ঘ এক কি.মি ও প্রস্থে ২ শ মিটার জমি নদী গর্ভে বিলীন হবে।
এরপর বাড়ি-ঘর, মসজিদ-মাদরাসা ও ২ টি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পরবে। কৃষির উপর নির্ভর এ এলাকার মানুষ এভাবে জমি ভেঙে গেলে তাদের রাস্তায় দাড়াতে হবে।
সোনালীনিউজ/এমএস/এসআই
আপনার মতামত লিখুন :