করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে

  • সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০, ১১:৩৮ এএম
করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে

ঢাকা : করোনা ভ্যাকসিন দেশের জনগণের দ্বারপ্রান্তে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। তিনি বলেন, করোনার ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নবীনগরে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ডেউ মোকাবেলার জন্য বাংলাদেশের হাসপাতাল গুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভাগীয় যে সকল জেলা হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই সেগুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ ফারুক হাসান তুহিনকে আহবায়ক ও সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে কমিটি ঘোষণা করেন। 

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা ২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলমসহ আরো অনেকে।

সোনালীনিউজ/এআই/এএস

Link copied!