বেতন বৈষম্যের দাবীতে হেলথ এ্যাসিস্ট্যান্টদের কর্মবিরতী

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০, ০৪:১১ পিএম
বেতন বৈষম্যের দাবীতে হেলথ এ্যাসিস্ট্যান্টদের কর্মবিরতী

ছবি: প্রতিনিধি

নোয়াখালী : বেতম বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদ মর্যাদার দাবীতে নোয়াখালীর সেনবাগে অনিদিষ্ঠকালের কর্মবিরতী পালন শুরু করেছে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েন নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর সামনে ওই কর্মবিরতী কর্মসূচী পালন শুরু হয়।

নোয়াখালী জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সেনবাগ উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক ,সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ এবং চট্টগ্রাম বিভাগীয় আইপি সম্পাদক মানিক মিয়ার নেতৃত্বে ওই কর্মবিরতী পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন-স্বাস্থ্য পরিদর্শকদের বেতন গ্রেড ১১ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের বেতন গ্রেড ১২ তম ,এবং সহকারী স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৩ তম গ্রেডে পদ মর্যাদার প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে এবং স্বাস্থ্যমন্ত্রী ২০১৮ সালে ঘোষনা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন না করায় তারা ওই কর্মবিরতী পালন শুরু করেন। যত দিন পর্যন্ত এই দাবী বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত অনিদিষ্ট কালের কর্মবিরতী চলবে জানান।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!