ঘনকুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২০, ১০:১১ এএম
ঘনকুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ: পদ্মা নদীতে ঘনকুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। 

রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে নদীতে ঘন কুয়াশায় সৃষ্টি হলে নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পরেছে কয়েকশতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।  

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, রাতে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষা কয়েকশতাধিক যানবাহন আর। আর মাঝনদীতে ৪ থেকে ৫টি ফেরি আটকে আছে, তবে ফেরিগুলোর সাথে যোগাযোগ করা যায়নি তাই সঠিক সংখ্যাটি নেওয়া সম্ভব হয়নি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল সচল হবে।

সোনালীনিউজ/এমএস/এসআই

Link copied!