দুই নৌরুটেই ফেরি চলাচল বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ১১:২৫ এএম
দুই নৌরুটেই ফেরি চলাচল বন্ধ

ফাইল ফটো

ঢাকা: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে নৌরুট দুটিতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সোমবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ করে দেয়া সব ধরনের নৌযান চলাচলও। এতে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে ঘাটে আটকা পড়েছে কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

অন্যদিকে একই কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত ৩টার দিক থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফেরি বন্ধের ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মাপারের অপেক্ষায় আছে আড়াই শতাধিক যান।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!