সবজি ক্ষেতে গর্ত খুঁড়তে গিয়ে ৫ মর্টারশেল পেলেন কৃষক

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৯:৪০ পিএম
সবজি ক্ষেতে গর্ত খুঁড়তে গিয়ে ৫ মর্টারশেল পেলেন কৃষক

সংগৃহীত

গাজীপুর : সবজি ক্ষেতে গর্ত খুঁড়তে গিয়ে পাঁচটি মর্টারশেলসহ কিছু যন্ত্রাংশ পেয়েছেন কৃষকরা। গাজীপুর মহানগরীর গাছা থানায় এই ঘটনায় মর্টারশেলগুলো উদ্ধার করে পুলিশ। মর্টারশেলগুলো একনজর দেখার জন্য ভিড় জমান উৎসুক মানুষ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গাছা থানার শরিফপুর এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। 

গাছা থানার এসআই সাফায়েত ওসমান জানান, শরিফপুরের সানাউল্লাহ মণ্ডলের সবজি ক্ষেতে গর্ত করার সময় মর্টারশেলগুলো পান শ্রমিকরা। পরে খবর দিলে পুলিশ এসব উদ্ধার করে। মর্টারশেলগুলোতে মরিচার স্তর পড়ে গেছে। এসবের সঙ্গে কিছু ভাঙা যন্ত্রাংশও পাওয়া গেছে।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, মর্টারশেলের ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, শরিফপুর এলাকায় সর্বশেষ ১৪ ডিসেম্বর দানা মালেকের বাড়ির মাঠে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেদিন হানাদার বাহিনীর ক্যাপ্টেন নঈমের ছোড়া গ্রেনেডে অল্পের জন্য প্রাণে রক্ষা পাই। সম্ভবত সেই যুদ্ধে এসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!