আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত 

  • ঝালকাঠি প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৯:১৭ পিএম
আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত 

সংগৃহীত ছবি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।  

শনিবার (২ অক্টোবর) বিকেলে কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে।  এ সময় পুলিশ সন্দেহভাজন ডাকাত সদস্য আবুল কালামসহ তার দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও জাহানারা বেগমকে আটক করে।

পুলিশ জানায়, উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. ফরিদ খন্দকার তার বাড়িতে ডাকাতির অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।  ওই মামলায় সন্দেভাজন আসামি আবুল কালামকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায় পুলিশ।  এ সময় আবুল কালামের দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও জাহানারা বেগমসহ স্থানীয় ১০/১৫ জন আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়।  এতে রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, এএসআই নুরুজ্জামান আহত হয়।  

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/আইএ

Link copied!