র‌্যাব পরিচয়ে টাকা দাবি, গ্রেফতার যুবক

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০২:৩৩ পিএম
র‌্যাব পরিচয়ে টাকা দাবি, গ্রেফতার যুবক

ছবি : র‌্যাবের পরিচয় দেওয়া টিপু সুলতানকে আটক

নাটোর : নাটোরের সিংড়ায় টিপু সুলতান (২৮) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিলদহর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫।

আটক টিপু সুলতান বিলদহর গ্রামের মহসিন আলী প্রামাণিকের ছেলে। বুধবার (৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতারণার কাজে ব্যবহৃত একটিটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও একটি মেমোরিকার্ডসহ র‌্যাবের পরিচয় দেওয়া টিপু সুলতানকে আটক করে র‌্যাব-৫।

আরও পড়ুন - ফজরের নামাজ পড়তে বলায় ঝগড়া, থেমেছে স্ত্রী হত্যায়

জানা যায়, মো. মোস্তফা কামাল নামের এক ব্যক্তিকে মোবাইল ফোনে র‌্যাবের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে অজ্ঞাত এক ব্যক্তি। বিষয়টি নিয়ে সন্দেহ হলে মঙ্গলবার (৫ অক্টোবর) নাটোর র‌্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন তিনি। পরে র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে।

আরও পড়ুন - টাকা ধার না দেওয়ায় বাড়িওয়ালাকে ভাড়াটিয়ার হত্যা 

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটক ভুয়া র‌্যাব সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

সোনালীনিউজ/এসএন

Link copied!