ত্রিশালে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা

  • ময়মনসিংহ প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৫:১৫ পিএম
ত্রিশালে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা

ছবি : ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই

ময়মনসিংহ : ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে। 

রোববার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুজিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে দেড়টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। এ ঘটনায় ৩০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। 

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান ভুট্টোর অভিযোগ, ভোটকেন্দ্রের বাইরে থেকে কিছু লোক কক্ষে ঢুকে তার এজেন্টদের বের করে দেয়। পরে তারা নৌকা প্রতীকে জাল ভোট দিতে থাকে। এরপর তারা বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। 

এ ব্যাপারে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইকবার হোসেন বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু হঠাৎ কিছু দুষ্কৃতকারী একটি কক্ষে ঢুকে হৈচৈ শুরু করে ও ব্যালট পেপার টানাহেঁচড়া শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। পেপার ক্ষতিগ্রস্ত হওয়ায় ৩০টি ব্যালট বাতিল করা হয়েছে। এখন শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। 

সোনালীনিউজ/এমএস

Link copied!