ভ্যারিয়েন্ট ওমিক্রন : বিমানবন্দরে সতর্কতা জারি

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ১২:৩৯ পিএম
ভ্যারিয়েন্ট ওমিক্রন : বিমানবন্দরে সতর্কতা জারি

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

সিলেট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সবকয়টি ইমিগ্রেশনের সতর্কতা জারি করেছে সিভিল সার্জন সিলেট। করোনাভাইরাসের নতুন ও ভয়ংকর ধরন বা ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে এই সতর্কতা জারি করেছে সিভিল সার্জন। 

সিলেট জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন, এই মুহুর্তে ভয়ংকর ধরন বা ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়ানো আফ্রিকার দেশগুলো থেকে যারা সিলেটে আসবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টিনের পাশাপাশি সকল ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিলেটের বিভিন্ন স্থলবন্দর ভ্রমণ করবেন। যদিও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আফ্রিকার কোনো সরাসরি ফ্লাইট নেই। যদি কেউ আসে তাহলে তৃতীয় কোনো দেশ থেকে ট্রানজিট নিয়ে আসতে পারে।

সোনালীনিউজ/এমএএইচ
 

Link copied!