আলো জ্বললো ঠিকই কিন্তু জীবনটা নিভে গেল

  • ভোলা প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৮:২৩ পিএম
আলো জ্বললো ঠিকই কিন্তু জীবনটা নিভে গেল

ফাইল ছবি

ভোলা: ভোলায় নিজের ঘর থেকে তার টেনে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে মনসুর আলম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মনসুর আলম পূর্ব চরকালী গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

চর সামাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) রিয়াজ মাতব্বর সাংবাদিকদের বলেন, নিহত মনসুর আলম দুপুরের দিকে তার বসতঘর থেকে বৈদ্যুতিক তার টেনে বাইরে একটি বাল্ব লাগাচ্ছিলেন।বাল্বও জ্বলেছে। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সোনালীনিউজ/আইএ

Link copied!